ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর জন্য মোটামুটি কেমন ল্যাপটপ হলে হবে?

ওয়েব ডিজাইন যারা করতে চায় তাদের মনে একটা প্রশ্ন থাকে যে,ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর জন্য মোটামুটি কেমন ল্যাপটপ হলে হবে?
ওয়েব ডিজাইন ল্যাপটপ
বিষয়টা আজ আমি ক্লিয়ার করার চেষ্টা করবো।
অনেকেই ভেবে থাকে যে,অনেক ভালো ল্যাপটপ লাগবে তা না হলে হবে না।
বিষয়টা এরকম নয়।
আসলে গ্রাফিক্স ডিজাইন এ যেমন ভারী ভারী সফটওয়্যার নিয়ে নড়াচড়া করতে হয়,ওয়েব ডিজাইন এ সেরকম নয়।
এখানে আপনার লাগেবে একটা/দুইটা ব্রাউজার,কোড ইডিটর,Photoshop আরো কয়েকটা থাকতে পারে।
তো কয়েকটা সফটওয়্যার এর জন্য দামী  ল্যাপটপ এর দরকার নেই।
দামী ল্যাপটপ দিয়ে আরামে কাজ করতে পারবেন।
তবে যাদের অর্থ সংকট তারা ১৫০০০-২০০০০ বাজেটের মধ্যে কম্পিউটার কিনলেও  চলবে।
আপনার ইচ্ছা।আপনার বাজেট বেশি থাকলে বেশি দাম দিয়ে কিনতে পারেন।

ল্যাপটপ নাকি ডেক্সটপ?

এরকম প্রশ্ন মনে থাকতেই পারে।
দেখেন,ল্যাপটপ যেহেতু বর্তমান যুগের তাই ল্যাপটপ এর দাম বেশি।
ল্যাপটপ যে দাম দিয়ে কিনবেন তা দিয়ে ভালো কনফিগারেশন এর একটি কম্পিউটার পাবেন।
আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনার ডেক্সটপই কেনা উচিৎ।

HDD নাকি SSD

দেখেন,আপনি কম্পিউটার কিনবেন ওয়েব ডিজাইন করার জন্য,গান লোড দেয়ার দোকান করার জন্য নয়।
যারা গান লোড দেয় তাদের প্রচুর স্পেস এর দরকার হয়।
কিন্তু আপনি ওয়েব ডিজাইন করবেন আপনার অনেক স্পেস দরকার নেই।
SSD HDDএর তুলনায় ১০ গুন স্পিড বেশি।
SSD দামও বেশি।তাই আপনি 250GB নিবেন।
যেহেতু আপনার অনেক স্পেস এর দরকার নেই।
আপনার দরকার স্পিড।

পরামর্শঃঃ অবশ্যই ল্যাপটপ,কম্পিউটার সমন্ধে ভালোভাবে জেনে তারপর কেনার সিধান্ত নিবেন।
এজন্য ইউটিউব,গুগল এর সাহায্য নিতে পারেন।
চেষ্টা করবেন নিজের মত করে পিসি বিল্ড করতে
Next Post Previous Post
1 Comments
  • Sajidimon
    Sajidimon August 4, 2021 at 7:27 AM

    সেই। ভালো লাগলো

Add Comment
comment url