CPC,CTR,RPM কি,কেন,কিভাবে?ctr,rpm,cpc নিয়ে বিস্তারিত তথ্য

CPC,CTR,RPM কি,কেন,কিভাবে?ctr,rpm,cpc নিয়ে বিস্তারিত তথ্য


গুগল অ্যাডসেন্স নিয়ে নিয়ে এটিই আমার প্রথম পোষ্ট।
যারা নতুন অ্যাডসেন্স ব্যবহারকারী তারা অনেকেই ctr,cpc,rpm কি জানে না।
এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খায়।
তাই আজকের এই পোস্ট।

CPC কি?

Cpc ইংরেজিতে তিনটি অক্ষর।
cost per click হলো cpc এর পূর্ণরুপ।
যার বাংলা অর্থ বাড়ায় প্রতি ক্লিকের মূল্য।
ধরুন,আপনি একজন ব্লগার।
আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স আছে।
আজকে ১ ডলার ইনকাম হয়েছে।
বিজ্ঞাপনে ক্লিক পরেছে ১০ টি।
তাহলে আপনার cpc হবে ১÷১০=০.১ ডলার।
সহজ ভাষায় বলতে গেলে,প্রতি ক্লিকে যে অর্থ প্রদান করবে।

CTR কি?


Click-through rate এর সংক্ষিপ্ত রুপ হলো ctr।
CTR মোট ভিউয়ের উপর শতকরা ক্লিকের হিসাব করা হয়।
ধরুন, আপনার ব্লগ-ওয়েবসাইটে ১০০০ ভিউ হয়েছে এবং AD এ  ১০০টি ক্লিক পরেছে।
তাহলে আপনার CTR হবে ১০%।
যদি আপনার ব্লগ সাইটের মোট ভিউ হয় ১০০ এবং ৫ টি ক্লিক করা হয়ে থাকে তবে আপনার CTR দাড়াবে ৫%।
অনেকেরই মনে প্রশ্ন থাকে,ctr কত থাকা ভালো?ctr ১০ নিচে থাকা ভালো।
যদি ১০ উপরে চলে যায় তাহলে ঝুকি বেড়ে যায়।

RPM কি?

RPM এর পূর্ণরুপ হলো Revenue Per mile
rpm ক্লিকের উপর হিসাব করা হয় না বরং ভিজিটরের উপর ভিত্তি করে হিসাব করা হয়।
প্রতি ১০০০ পেজ ভিউ হিসেবে কত ডলার দেওয়া হবে সেটি গণনা করা হয়।

আশা করি বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন।
টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।
প্রযুক্তি বিষয়ক পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্টটি শেয়ার করুন।
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown September 28, 2020 at 11:17 AM

  • Fayjul Islam Al Imran
    Fayjul Islam Al Imran June 13, 2021 at 12:37 AM

    ধন্যবাদ।
    মোবাইল সম্পর্কে জানতে ভিজিটিং করেনঃ-www.mobilebuzzbd.com

Add Comment
comment url