একটি ভোটার আইডি দিয়ে কয়টি রকেট খোলা যায়
রকেট একটি যুগান্তকারী ও নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা আপনাকে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন সুবিধা দিয়ে থাকে। অনেকের মনে প্রশ্ন থাকে যে, |
একটি জাতীয় পরিচয় পত্র(nid) দিয়ে কয়টি রকেট একাউন্ট খোলা যায়?
একটি Nid দিয়ে কেবল একটি রকেট একাউন্ট খুলতে পারবেন।
কিছুদিন আগে আমি রকেট ফেসবুক পেজে কমেন্ট করি এবং তারা জানায় যে,
একটি Nid দিয়ে একটি একাউন্ট খোলা যায়।