উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের বিষয় সমূহ তালিকা | Online education insurance

উচ্চ মাধ্যমিক বিষয়

এসএসসি পরীক্ষা শেষ করে উচ্চমাধ্যমিক/একাদশ শ্রেনীতে ভর্তি হওয়ার আগের মূহুর্তে কিছু কিছু শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের বিষয় সমূহ গুলা জানতে মরিয়া হয়ে ওঠে।

একাদশ শ্রেণীর মানবিক শাখার বিষয়সূমহ জানা ভালো দিক বলে আমি মনে করে থাকি।
তো চলুন জেনে আসা যাক,একাদশ শ্রেনীর মানবিক শাখার বই সমূহ

একাদশ শ্রেণির মানবিক শাখার বই সমূহ ও মানবিক শাখার বিষয় কোড



ক্রমিক নং বই/বিষয় সমূহ  বিষয় কোড
বাংলা-১ম পত্র ১০১
বাংলা-২য় পত্র  ১০২
ইংরেজি-১য় পত্র  ১০৭
ইংরেজি-২ম পত্র ১০৮
পৌরনীতি ও সুশাসন-১ম পত্র ১৬৯
পৌরনীতি ও সুশাসন-২য় পত্র ১৭০
অর্থনীতি-১ম পত্র   ১০৯
অর্থনীতি-২য় পত্র   ১১০
ভূগোল-১ম পত্র ১২৫
১০ ভূগোল-২য় পত্র ১২৬
১১ মনোবিজ্ঞান-১ম পত্র ১২৩
১২ মনোবিজ্ঞান-২য় পত্র ১২৪
১৩ যুক্তিবিদ্যা-১ম পত্র ১২১
১৪ যুক্তিবিদ্যা-২য় পত্র ১২২
১৫ ইসলাম শিক্ষা-১ম পত্র ২৪৯
১৬ ইসলাম শিক্ষা-২য় পত্র  ২৫০
১৭ ইতিহাস-১ম পত্র  ৩০৪
১৮ ইতিহাস-২য় পত্র  ৩০৫
১৯ কৃষি শিক্ষা -১ম পত্র  ২৩৯
২০ কৃষি শিক্ষা -২য় পত্র  ২৪০
২১ সমাজকর্ম-১ম পত্র  ২৭১
২২ সমাজকর্ম-২য় পত্র  ২৭২
২৩ পরিসংখ্যান-১ম পত্র   ১২৯
২৪ পরিসংখ্যান-২য় পত্র   ১৩০
২৫ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি   ২৭৫
২৬ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১ম পত্র ২৬৭
২৭ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-২য় পত্র ২৬৮

বিঃদ্রঃ ভুলেও ২৭টি বিষয় ভাববেন না কারন উচ্চমাধ্যমিকে মানবিক শাখায় মোট সাবজেক্ট ১৩ টি এবং মোট ১৩টি বিষয় নিয়ে বোর্ডে পরীক্ষা হয়।
এখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে বা কলেজ অনুযায়ী বিষয় প্রদান করা হয়ে থাকে। 


এই সকল বই আপনি আপনার এন্ড্রয়েড/কম্পিউটার দিয়ে পড়তে চাইলে pdf ফাইল ডাওনলোড করুন এখান থেকে।

ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য।আপনার বন্ধুদের জানিয়ে দিতে আর্টিকেলটি শেয়ার করুন।

এই রকম আরো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
Tags: এণ্টার,এইচএসসি,উচ্চ মাধ্যমিক,বিষয় কোড 
Next Post Previous Post
9 Comments
  • Sadia Tisha
    Sadia Tisha July 17, 2020 at 11:41 PM

    মানবিক শাখায় অর্থনীতি নিলে কি পৌরনীতি নিতে পারব

    • Samim
      Samim July 18, 2020 at 2:10 AM

      এবিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছি না।বড় ভাইদের পরামর্শ নিতে পারেন

  • Anonymous
    Anonymous December 15, 2020 at 4:01 AM

    না, পারবেন না

  • Unknown
    Unknown December 29, 2020 at 7:34 AM

    ভাইয়া, ইসলামের ইতিহাস পড়া কি বাধ্যতামূলক?

  • Unknown
    Unknown August 23, 2021 at 11:17 AM

    ইতিহাস আর ভূগোল কি বাধ্যতামুলক থাকবে ভাইয়া।

  • Unknown
    Unknown August 28, 2021 at 6:44 PM

    নাইস

  • Unknown
    Unknown November 6, 2021 at 8:26 PM

    ভাইয়া, আমি যুক্তিবিদ্যা,পৌরনীতি ও সুশাসন,মনোবিজ্ঞান, অর্থনীতি নিয়েছি। ভাইয়া এখন কি এই বিষয়গুলোতে আমার কোনো সমস্যা হবে।

    • Unknown
      Unknown January 25, 2022 at 3:34 AM

      না ✌️

  • Unknown
    Unknown February 18, 2022 at 1:03 AM

    আমি মানবিক বিভাগ থেকে এসএসসিতে ৩.৭২ পায়ছি আমি কোন বিষয় গুলো নিলে ভালো হবে

Add Comment
comment url