সৃজনশীল প্রশ্নঃসৃজনশীল কত পৃষ্ঠা লিখতে হয়

সৃজনশীল
ছবিঃসৃজনশীল

সৃজনশীল কত পৃষ্ঠা লিখতে হয়?

সৃজনশীল প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে তার কোনো ধরাবান্ধা নিয়ম নেই।
তবে সৃজনশীল প্রশ্ন ৩.৫-৬ পাতা লিখলেই হয়।
এটা আপনার হাতের লেখার উপর নির্ভর করে।
বর্তমানে ২ঘন্টা ৩০ মিনিটে ৭টি প্রশ্নের উত্তর দিতে হয়।

যদি আপনি একটি প্রশ্ন ৪ পাতা লিখে ৭টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ৪ পাতা করেই লিখবেন।
অনেকেই বড় করে উত্তর লিখতে গিয়ে হাতের লেখা খারাপ করে ফেলে।
এটা অবশ্যই করবেন না।
তারাহুরা করে প্রশ্নের উত্তর লিখলে উত্তর ভালো হয়না।
যতটা সম্ভব খাতা ভালো করে উপস্থাপন করা চেষ্টা করুন।

আপনি নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন।
যেহেতু ২ ঘন্টা ৩০ মিনিটে ৭ টি প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে ১টি প্রশ্ন লিখতে ২২ মিনিটে(প্রায়) সময় পাবেন।
একটি ঘড়ি,খাতা, কলম এবং ১টি প্রশ্ন নিয়ে টেবিলে বসে নিজেকে পরীক্ষা করুন।
দেখুন ২২ মিনিটে আপনি ১টি প্রশ্নের উত্তর কত পাতা লিখতে পারেন।
এই পরীক্ষায় অবশ্যই বেশি তারাহুরা করবেন না।

আপনি স্বাভাবিকভাবে যেভাবে লিখেন সেভাবেই লিখবেন।
এই পরীক্ষার ফলাফল অনুযায়ী ভবিষ্যতের পরীক্ষার উত্তর দিতে পারেন।     
ধন্যবাদ আপনাকে আর্টিকেলটি পড়ার জন্য।
এই রকম আরো আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url