Have has had এর সঠিক ব্যবহার | সহজ পদ্ধতি

Have has had এর ব্যবহার
আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে Have,Has এবং Had এর ব্যবহার জানা জরুরি।
এটা খুব সহজ একটি বিষয় যদি আপনি পুরো আর্টিকেল মনোযোগ সহকারে পড়েন।
চলুন প্রথমেই জানা যাক,

Have এর ব্যবহার


মূলত কিছু আছে বোঝাতে আমরা Have ব্যবহার করতে পারি।
যেমনঃ  
  1. আমার একটি কলম আছে।
  2. আমার একটি ফোন আছে।
  3. আমাদের দুটি গরু আছে।
  4. আমার কিছু টাকা আছে।
  5. আমাদের পারমাণবিক বোমা নেই। 
আশা করি, আপনি বুঝতে পেরেছেন।উপরের বাক্যগুলিকে ইংরেজি রুপান্তর করা যাক।
  1. I have a Pen.
  2. I have a phone.
  3. We have two cows. 
  4. I have some money.
  5. We don't have atomic bomb.

Has এর ব্যবহার


Have এবং Has একই ব্যাপার।শুধুমাত্র বাক্যের সাবজেক্ট যদি 3rd person singular number হয় তাহলে Has ব্যবহার করতে হয়।
যেমনঃ
  1. He has  computer (তার কম্পিউটার আছে)
  2. No  one has like him (তার মতো কেউ নেই)
  3. She has a lipstick (তার একটি লিপ্সটিক আছে)
  4. Someone has a pen (কারও কলম আছে)
  5. Karim has a dream (করিমের একটি স্বপ্ন আছে)

Had এর ব্যবহার


Had দ্বারা আমরা অতীতে কিছু ছিল বোঝাতে পারি।

যেমনঃ

  1. She had a iphone (তার একটি আইফোন ছিল।)
  2. I had this(আমার এটি ছিল)
  3. The freedom fighters had courage(মুক্তিযোদ্ধাদের সাহস ছিল)
  4. I had a lot of energy (আমার অনেক শক্তি ছিল)
  5. Rahim had a car (রহিমের একটি গাড়ি ছিল)

Have has ও had এর আরো কিছু ব্যবহার

Present perfect tense হিসেবে আমরা Have has কে ব্যবহার করতে পারি।অন্যদিকে Past perfect tense হিসেবে Had কে ব্যবহার করতে পারি।  
  • Subject + have / has + Verb এর past participle রূপ + object +Extension  
  • Subject + had + Verb এর Past Participle রূপ + Object + Extension

যেমনঃ 

  1. I have eaten rice ( আমি ভাত খেয়েছি ) 
  2. Mr Zia has come ( জিয়া সাহেব এসেছেন ) 
  3. They have played football in the field ( তারা মাঠে ফুটবল খেলেছে )
  4. The patient had died before the doctor came (ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল)
  5.  He had gone before I came (আমি আসিবার পূর্বে সে চলে গেল)
Have to,Has to এবং Had to এর ব্যবহার 





আরো জানুনঃ  Use of have has had


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।না বুঝলে কমেন্ট করুন।শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown July 19, 2021 at 6:05 PM

    ধন্যবাদ ভাইয়া

  • FXPIPS GAINER TEAM
    FXPIPS GAINER TEAM February 24, 2023 at 10:50 PM

    Would have had niye amar confusion ar gelo na.

Add Comment
comment url