ইংরেজি শিখতে চান?জেনে নিন দ্রুত ইংরেজি শেখার উপায়
ইংরেজি শিখতে চান?
জেনে নিন দ্রুত ইংরেজি শেখার উপায়।
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?
আজ আমি আমার জানা এবং অভিজ্ঞা দিয়ে ইংরেজি শেখার উপায়গুলো শেয়ার করতে চলেছি।
বর্তমানে ইংরেজি শেখা যে কতটা গুরুত্বপূর্ণ,এটা বলে বোঝানো কষ্ট হয়ে যাবে।বিশেষ করে যারা কাজ ফ্রিল্যান্সিং করতে আগ্রহী।
বিদেশি বায়ারদের সাথে কথা বলার একমাত্র মাধ্যম ইংরেজি।ফ্রিল্যান্সিং নিয়ে আর আমি আগাবো না কারন পোস্ট তাহলে অন্য টপিকে চলে যাবে।
অনেকের মুখ থেকে শোনা যায় ইংরেজি খুব কঠিন,ইংরেজি অনেক কঠিন, ইংরেজি শেখা আমার পক্ষে সম্ভব না😖।
আমরা ভাবি ইংরেজি শিখতে গেলে পাহাড় সমান উঠার কষ্ট করতে হয়।আসলে ইংরেজি ভাষা মোটেও কঠিন না।
আপনি এখন বলতে পারেন"এই মিয়া আমি ১০-১২ বছর পড়ালেখা করে ইংরেজি কিচ্ছু শিখতে পারলাম না আর আপনি বলছেন সহজ"।
হ্যা ভাই আমি সত্যি বলছি সহজ।
দেখেন ভাই আপনি যখন ছোট ছিলেন তখন কোন বই পড়ে বাংলা শিখছেন?
আপনার কোনো বই পড়া লাগে নাই তার কারন আপনার আশে-পাশের পরিবেশ আপনাকে বাংলা শিখিয়েছে।
আপনি আপনার ছোট থেকে বড় পর্যন্ত বাংলা ভাষার পরিবেশে ছিলেন।
আপনার ছোটবেলায় আপনার মা,ভাই,বোন ইত্যাদি যখন তারা কিছু বলেছে,তখন আপনি কান খাড়া করে শুনেছেন।
এভাবেই আপনি বাংলা ভাষা শিখছেন।এমন ছাত্র-ছাত্রী আছে তারা দিনে ইংরেজি এর জন্য দশ মিনিট সময় ও দেয়নি।
তাহলে আপনি বলুন তারা কিভাবে ইংরেজি শিখবে।
ইংরেজি শেখার জন্য আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করতে হবে।
তো চলুন জেনে আশা যাক।
দ্রুত ইংরেজি শেখার উপায়
মনকে পরিবর্তন করুন/লক্ষ্য নির্ধারণ করুন
আপনার মনকে ঠিক করুন।আপনার মন-মানসিকতা ঠিক না করতে পারলে কখনোই সফল হতে পারবেন না।
যেই কাজে আপনার মন নেই সে কাজে সফল হওয়া খুব কঠিন।
এই পৃথিবীতে খুব কম লোকই আছে যারা লক্ষ্য ছাড়া বড় হয়েছে।
আপনার যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনার সফল হওয়ার সম্ভবনা আছে।
কথা-বার্তা
আপনি আপনার ভালো বন্ধু/অন্য কেউ এর সাথে ইংরেজিতে কথা বলতে পারেন।
আপনি যদি ইংরেজি মোটামুটি কম জানেন তাহলে বাংলিশ এ কথা বলতে পারেন।
বাংলিশ বোঝেন নাই?
মানে হলো bang+lish= banglish😁আমাদের দেশের অনেকেই বাংলিশে কথা বলে।
আপনিও বলতে পারেন কারন এভাবে কথা বললে বিভিন্ন ওয়ার্ড চর্চায় থাকবে।
তবে সবার সাথে বাংলিশ এ কথা বলবেন না।কারন সমাজে অনেক লোক আছে যারা স্মার্ট নিয়ে সমালোচনা করে।
এ ব্যাপারে খুব সাবধান 😁
ভোকাবুলারি
ভোকাবুলারি পড়তে পারেন।
প্রতিদিন ৩ টি করে ওয়ার্ড মুখস্থ করুন বা তার চেয়ে বেশিও পড়তে পারেন।
যদি প্রত্যেকদিন ৩ টি করে ওয়ার্ড মুখস্থ করা হয় তাহলে বছরে ৩*৩৬৫=১০৯৫ টি ওয়ার্ড পড়া হয়।
কি মাথা ঘুরপাক খাচ্ছে😊।
বছরে ১০৯৫ ওয়ার্ড মুখস্থ করতে পারলে আর কি লাগে😊।
তবে ঠুটস্থ করতে করতে হবে।
ও ভাই টুঠস্থ মানে কি?ঠুটস্থ হলো যে পড়া ঠোটের আগায় থাকে।
মানে কোনো বাংলা শব্দ বলার আগে ইংরেজি টা মুখে চলে আসে।
মুখস্থ করার পাশাপাশি একটু কলম দিয়ে হাত নাড়াতেও পারেন এতে আপনার মাথায় শব্দগুলো ভালো থাকবে।ভোকাবুলারি খালি মুখস্থ করেই গেলেন,চর্চা আর করলেন না।
এক সময় দেখবেন পিছের শব্দ গুলা কোন এক সময় আপনার মাথা থেকে বেড়িয়ে ইংল্যান্ড চলে গেছে😜।তাই অবশ্যই চর্চা করতে হবে।
সিনেমা দেখুন
এ ভাই এ?সিনেমার সাথে ইংরেজির সম্পর্ক কি?
আছে ভাই আছে।সারা জীবন তো বাংলা ছবি দেখে গেলেন,এবার না হয় ইংলিশ ছবি দেখেন।
ইংরেজি ছবি দেখলে আপনার জানা শব্দগুলি চর্চা হতে থাকবে।
তাছাড়া নতুন নতুন শব্দও শিখতে পারবেন।
যারা এন্ড্রয়েড ফোনে মুভি দেখেন তারা সাবটাইটেল দিয়ে মুভি দেখবেন।
যেহেতু ইসলাম সিনেমাকে হারাম করেছে তাই সিনেমা না দেখাই ভালো।
আরো পড়ুনঃ ভিডিও সাবটাইটেল কি?যেভাবে সাবটাইটেল ডাওনলোড করবেন।যেভাবে সাবটাইটেল দিয়ে ভিডিও দেখবেন। |
তাছাড়া সবার মন-মানসিকতা তো এক নয় তাই আপনার ইচ্ছা।
ইংরেজি গল্প/পিডিএফ পড়ুন
ইংরেজিতে খুব মজার মজার গল্প আছে যেগুলা পড়ে বিনোদনের পাশাপাশি ইংরেজি শিখতেও পারেন।
এসব বই আপনার বন্ধু বা বাজার থেকে খুব সহজেই পেতে পারেন।
যাদের কম্পিউটার অথবা এন্ড্রয়েড ফোন আছে তারা গুগল থেকে পিডিএফ বই ডাওনলোড করে পড়তে পারেন।
ফেসবুক
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক।
ফেসবুকে সারাজীবন তো অনেক কিছুই করলেন। এবার ফেসবুক থেকে কিছু অর্জন করে নিন।
আপনি ফেসবুকে আমিরিকান একজনের সাথে বন্ধত্ব করুন।
তার সাথে প্রতিদিন ইংরেজিতে কথা বলুন।
খেলাধুলা
খেলাধুলা দেখতে পারেন।
যেমনঃক্রিকেট। ক্রিকেট দেখলে আপনি বিনোদনের পাশাপাশি ইংরেজি শিখতে পারবেন।দেখবেন যেন আবার বেশি আসক্ত হয়ে না পড়েন।ইংরেজি শেখার উপায়
গ্রামার বই পড়ুন
গ্রামার বই পড়ুন।সহজেই ইংরেজির শিখতে পারবেন।
তবে গ্রামার এর উপর বেশি জোর দিবেন না।
সময় পেলে গ্রামার বই দেখবেন।
ইংরেজি না জানলে গ্রামার বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত হবে না।
বন্ধু-বান্ধব
ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করুন।
কারন তার কাছ থেকে জীবনে অনেক কিছু পেতে পারেন।
কখনোই খারাপ বন্ধুর সাথে ঘুরাফেরা করবেন না।
কারন তার কাছ থেকে কিছু পাওয়া খুবই কষ্টকর।
কখনোই থামবেন না
এই পথ যদি ছেড়েদেন তাহলে পিছের সব শেখা আপনি ভুলে যেতে পারেন।তাই না থামাটাই বেটার মনে করি।
শেষ কথা
এই কথাগুলা আমার নিজের জ্ঞান ও জানাটাকে আপনাদের মাঝে শেয়ার করলাম।ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আশা করি টিউনটি আপনার কাছে ভালো লেগেছে।আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।এই রকম আরো পোষ্ট পেতে কিভাবে২৪ এর সাথেই থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউন।