ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ

ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ জানা অবশ্যক।কেমন হয় যদি কিছু  কমন,নিত্য প্রয়োজনীয়,দৈনন্দিন গুরুত্বপূর্ণ,বেশি ব্যবহৃত,বহুল ব্যবহৃত শব্দ গুলো আয়ত্ত করে ফেলা যায়।

এমন কিছু কমন শব্দ আছে যা দৈনন্দিন বহুল ব্যবহৃত হয়।যেমন ধরেন need,want,give,go,ahead ইত্যাদি।এমন ইংরেজি শব্দ গুলো ইংরেজিতে প্রচুর ব্যবহৃত হয়।
এগুলো আয়ত্ত করতে পারলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন ভালোই।
প্রথমে Need এর উদারহণ দেয়া যাক
  1. I need a doctor-আমার একজন ডাক্তার দরকার।
  2. I need girlfriend-আমার গার্লফ্রেন্ড প্রয়োজন।
  3. I need some money-আমার কিছু টাকা প্রয়োজন।
  4. I need a smart phone to read upayki blog-আমার উপায় কি ব্লগ পড়ার জন্য স্মার্ট ফোন দরকার।
  5. I need a good friend-আমার একজন ভালো বন্ধু প্রয়োজন।
Want এর কথাই বলি,
  1. I want to be a doctor-আমি ডাক্তার হতে চাই।
  2. I want to marry-আমি বিয়ে করতে চাই।
  3. I want some money-আমি কিছু টাকা চাই।
  4. I want a smart phone to read upayki blog-আমি উপায় কি ব্লগ পড়ার জন্য স্মার্ট ফোন চাই।
  5. I want to be your good friend-আমি তোমার ভালো বন্ধু হতে চাই।
হয়তো আপনি এতক্ষণে বুঝে গেছেন যে,ইং‌রে‌জি শেখার জন্য এরকম শব্দ গুলো জানা আপনার কতটা গুরুত্বপূর্ণ।

এই গুরুত্বের কথা কেবল আমি আপনিই ভাবি নি।সয়ং যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ও এবিষয়টা নিয়ে ভেবেছে।তারা অনেক গবেষণা করে এমন প্রায় ৩০০০ এর মত শব্দ তালিকা প্রকাশ করেছে।
এই ওয়ার্ড গুলো আয়ত্ত করার পাশাপাশি আপনার কাজ রিলেটেড ওয়ার্ড গুলাও জানা প্রয়োজন।
আপনি যদি হন এক হোটেল এর কর্মচারী।তো আপনাকে বিভিন্ন খাবারের নাম,বিভিন্ন ফল,শাক-সবজির নাম,মাছের নাম এগুলো তো জানতে হবে।
ওই ৩০০০ ওয়ার্ড  মধ্যে খুব কমই পাবেন।সেখানে কেবল বহুল ব্যবহৃত গুলো দেয়া আছে।
আপনি যদি ডাক্তার হন তাহলে চিকিৎসা সম্পর্কিত ওয়ার্ড আপনার জানতে হবে।আপনি যে কাজই করেন না কেন সে কাজ সম্পর্কিত ওয়ার্ড আপনার জেনে নিতে হবে।
ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ
তো তাদের ৩০০০ শব্দগুলি pdf ফাইল এর মাধ্যম শেয়ার করেছে।আপনি চাইলে 
oxfordlearnersdictionaries থেকে ডাউনলোড করে নিতে পারেন।ওইখানে চারটি pdf আছে,অবশ্যই চারটিই ডাউনলোড করবেন।

ওই pdf  গুুুলো অনেক সময় আপগ্রেড হয় তাই ড্রাইভ লিংক এ দিতে পারছি না।তবে যদি আপনি চান তাহলে আমাদের উপায় কি ফেসবুক পেজে মেসেজ করে নিতে পারেন।

খারাপ তখনি লাগে যখন এত কষ্ট করে লেখার পর কোনো কমেন্ট না করে চলে যান।😥



আরো পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায়

Next Post Previous Post
3 Comments
  • Unknown
    Unknown January 24, 2021 at 9:32 PM

    Nice

  • Giveawaysession133
    Giveawaysession133 May 21, 2021 at 9:37 AM

    Thank you sir for your sharing knowledge

    • Samim
      Samim May 21, 2021 at 9:02 PM

      Ok

Add Comment
comment url