Guest Post Available
কি কি বিষয়ে আপনি আর্টিকেল লিখতে পারবেন নিচে তা দেওয়া হল:
ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি, টিপস-এন্ড-ট্রিকস।
কি কি কারণে আর্টিকেল এপ্রুভ হবে না
যদি আপনার আপনার আর্টিকেল এপ্রুভ না হয় তাহলে আপনাকে মেসেজ করে জানানো হবে। আর আপনি যদি নিচের কাজগুলো করেন তাহলে আপনার টিকানা অ্যাপ্রুভ হবে না.
- অন্য কোন ওয়েবসাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে, সেটা এপ্রোভ করা হবে না।
- অন্য কোন ভাষা থেকে কোন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে ট্রান্সলেট করে প্রকাশ করলে, সেটা এপ্রোভ করা হবে না। তবে অন্য ভাষার কোন লেখা অনুস্বরন করে নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারবেন
- কোন লেখা রিরাইট করে প্রকাশ করলে প্রকাশ করা হবে না।
- অন্য কোন লেখা সকল স্ট্রাকচার ঠিক রেখে মাঝে মাঝে শব্দ বা বাক্য এডিট করে ইউনিক করলেও লেখা প্রকাশ করা হবে না
- আর্টিকেল এর ব্যবহার করা ইমেজগুলো কপিরাইট ফ্রি হতে হবে. এবং আর্টিকেলের টপিক এর সাথে মিলে এমন ইমেজ ব্যবহার করতে হবে
- মানহীন পোষ্ট এপ্রুভ হবে না।
- পোষ্টের একদম শেষের দিকে সর্বোচ্চ দুটি ব্যক্তিগত লিংক এড করা যাবে।এর বেশি কোনোভাবেই নয়।