কমার্স এ কি কি সাবজেক্ট আছে | ব্যবসায় শাখার বিষয়সমূহ | Online education insurance
কমার্স এ কি কি সাবজেক্ট আছে?
SSC: এসএসসি কমার্স সাবজেক্ট সমূহঃ
- হিসাববিজ্ঞান।
- ফিন্যান্স ও ব্যাংকিং।
- ব্যবসায় উদ্যোগ।
উপরের সাবজেক্ট গুলো কমার্সের।বাংলা,ইংরেজি ইত্যাদি দেয়া হয়নি কারন এগুলো সব বিভাগেই থাকে।
HSC: এইচএসসি কমার্স সাবজেক্ট সমূহঃ
এইচএসসিতে মোট ২টি বর্ষ।একাদশ শ্রেনী মানে যাকে ১ম বর্ষ বলে।অন্যদিকে দ্বাদশ শ্রেনী মানে ২য় বর্ষ বলে।
একাদশ শ্রেনীর কমার্স বিষয় সমূহঃ
- হিসাব বিজ্ঞান ১ম পত্র।
- ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র।
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র।
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র।
- হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র।
- ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র।
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র।
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
উপরের সাবজেক্ট গুলো কমার্সের।বাংলা,ইংরেজি,তথ্য প্রযুক্তি ইত্যাদি দেয়া হয়নি কারন এগুলো সব বিভাগেই থাকে।
BBA : অনার্স ব্যবসায় শাখার বিষয় সমূহ
- ব্যবস্থাপনা
- হিসাববিজ্ঞান
- মার্কেটিং
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং ।
আরো পড়ুনঃ সাইন্স এর সাবজেক্ট কি কি
একাদশ শ্রেণির ব্যবসায় শাখার বিষয় সমূহ
কমার্স এর বই
উৎপাদন কি অপশনাল?