রবিতে কিভাবে টাকা ধার নেওয়া যায়


রবি সিমে টাকা ধার নেয়ার উপায়
আজকের পোস্ট,রবিতে কিভাবে টাকা ধার নেওয়া যায়।

আসসালামু আলাইকুম।কেমন আছেন ?
আমি আল্লাহর রহমতে ভালোই আছি।
আমাদের অনেক সময় কথা বলতে বলতে ফোনের ব্যালেন্স টাকা শেষ হয়ে যায়।
আবার দেখা যায়,পকেটেও টাকা থাকে না।

তখন আপনি চাইলে আপনার রবি সিমের অফিস থেকে 5 টাকা বা তার বেশি টাকা ধার নিতে পারেন।
আপনি কত টাকা ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স টাকা পাবেন, তা নির্ভর করে আপনার মাসিক রিচাজের উপর। 
সহজ কথায়, আপনি রবি সিম ব্যবহারে কেমন টাকা-পয়সা খরচ করেন।

রবিতে টাকা ধার নেওয়ার উপায়


রবি অফিস থেকে 5 টাকা বা তার বেশি টাকা নিতে  *8811*1#  USSD কোড আপনার মোবাইলে উঠিয়ে ডায়েল করুন।
 এবার দেখুন একটি ম্যাসেজ এসেছে এবং আপনার সিমে 5 বা তার বেশি  টাকা চলে এসেছে।
এই ব্যালেন্স টাকা জানতে *8444# নাম্বারে ডায়াল করুন।
বিঃদ্রঃ আপনি যখন আপনার মোবাইলে টাকা রিচার্জ করবেন,তখন এই ধার টাকা কেটে নেয়া হবে।
আজ এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন।খোদা হাফেজ।



Tags:ইমার্জেন্সি টাকা,লোন কোড,সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url